খাগড়াছড়িতে দুই ব্যক্তি আটক, অস্ত্র উদ্ধারের দাবি
খাগড়াছড়ি জেলা শহর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে সেনাবাহিনী।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের মাস্টারপাড়া মোড়ের ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টার থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন চন্দ্র মোহন ত্রিপুরা (২৫) ও অর্জুন ত্রিপুরা (২৬)। তাঁরা দুজনই জেলা সদরের গাছবান এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের কর্মী বলে দাবি করেছেন। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা বলেন, ‘তাঁরা আমাদের কর্মী তো দূরের কথা, সমর্থকও নয়।’
পুলিশ দাবি করেছে, আটকদের কাছ থেকে একটি দেশি এলজি, দুটি গুলি, নগদ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। তাঁদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।