মংলায় দুর্বৃত্তদের হামলায় ৬ ছাত্রলীগকর্মী আহত
বাগেরহাটের মংলা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুনসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শহরের কলেজ রোড এলাকায় সশস্ত্র একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আল মামুন ও তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। হামলায় মামুন ও আদর গুরুতর আহত হন। রাত ১১টার দিকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যদের মংলা থানা কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও যুবলীগ।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।