শাহজালাল থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
কাস্টমস ইন্টেলিজেন্স বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা জানান, সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসা দুই যাত্রীর শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁদের শরীর থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এ ব্যাপারে বিস্তারিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান উম্মে নাহিদা।