নাটোর উপজেলা ভূমি অফিসে আগুন
নাটোর সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অফিসের দুটি কম্পিউটার, ফটোকপি মেশিন, আসবাব ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে নাটোরের রাজবাড়ীতে ভূমি অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে নিরাপত্তাকর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আলমগীর কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রউফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।