কুমিল্লার বাগমারা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের যুগ্ম সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবদুল বারী ভূঁইয়া, আবদুল লতিফ মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।