দেশ এগিয়ে যাচ্ছে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বহু ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ আজ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
আজ শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নৌপরিবহনমন্ত্রী।
এ সময় শাজাহান খান বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ধর্মের দোহায় দিয়ে তারা মানুষকে হত্যা করেছে। তারা দেশ অকার্যকর করার যড়যন্ত্রে লিপ্ত। সন্ত্রাসের পথ পরিহার করে শান্তির পথে আসার জন্য দল দুটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।