কে কাকে সতর্ক করছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কে কাকে সতর্ক করছে। খোদ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড তাদের নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। এ রকম পরিস্থিতিতে তারা বাংলাদেশের ভেতরে নাগরিকের নিরাপত্তার জন্য সতর্কতা অবস্থা জারি করেছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুরে জিকেপি প্রকল্পের আওতায় গোপালপুর দর্গাতলা হাতিগাড়া মোড়ে ছয় কিলোমিটার সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তারেক সালমুন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে খালেদা জিয়া জঙ্গি পোষা এবং জঙ্গিদের সঙ্গে দোস্তির বদ অভ্যাস ত্যাগ করতে পারেননি। খালেদা জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে, না থাকলে গণতন্ত্র নেই এই যুক্তি গ্রহণযোগ্য নয়। কেননা, খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়। ব্যাপার হলো রাজনীতিতে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন-সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না। আমাদের অবস্থান পরিষ্কার, রাজনীতিতে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন-সন্ত্রাসীরা থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়। জঙ্গিদের সঙ্গে দোস্তীর বদঅভ্যাস ত্যাগ করলেই কেবল খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পাবে। এ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তাঁর মুখে শোভা পায় না।’
বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা সম্পর্কে তথ্যমন্ত্রী সাংবাদিকদের উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কে কাকে সতর্ক করছে? খোদ আমেরিকা এবং ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। এ রকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের ভেতরে নাগরিকের নিরাপত্তার জন্য সতর্কতা অবস্থা জারি করতে পারেন। ওনারা জারি করুক আর না করুক, আমাদের সতর্ক করুক আর না করুক বাংলাদেশের সরকার সমগ্র বিদেশি নাগরিকের নিরাপত্তা বিধানে সর্বাত্মক চেষ্টা চালাবে।’