‘ধানমণ্ডির গলি থেকে মান্না গ্রেপ্তার’
সশস্ত্র বাহিনীকে বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। আজ বুধবার সকালে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
গত সোমবার গভীর রাত থেকে ‘নিখোঁজ’ ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে যুগ্ম কমিশনার মনিরুল দাবি করেন, মঙ্গলবার রাতে মান্নাকে ধানমণ্ডির স্টার কাবাবের গলি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করারও প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেলেই তা করা হবে বলেও জানান তিনি।
গত রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় আরো একজনের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস হয়। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিবি পরিচয়ে রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।