‘মনোনয়ন’ নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ ও উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাইদুল বাবুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
উপজেলা নির্বাচনের মনোনয়ন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল আলমকে প্রথম দফা নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
তবে বিষয়টি নিয়ে গতকাল শনিবার থেকেই বিক্ষুব্ধ ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ইমরুল কায়েস ফারুকের পক্ষের নেতাকর্মীরা।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহতদের একজন। ছবি : এনটিভি
আজ মনোনয়ন নিয়ে রফিকুল আলম ঢাকা থেকে ফিরছিলেন। এ অবস্থায় রফিকুল আলমকে স্বাগত জানাতে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় আদিতমারী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রফিকুল আলমের সমর্থকদের বাধা দেয় বিক্ষুব্ধরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা।
আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে ঘটনাস্থলে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান ওসি মাসুদ রানা।