‘লাদেন, লাদেন’ বলে কোপানো শুরু
খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আজ রোববার প্রকাশ্যে দুই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে জেলার সাবেক তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম, ফকির মাহমুদ ও আবদুস সাত্তার জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকের একটু দূরে আদালত প্রাঙ্গণে বসেছিলেন ফেরিওয়ালা মো. হান্নান (৬০)। তিনি সেখানে আংটি ও প্লাস্টিকের ঘড়ি বিক্রি করছিলেন। এ সময় আনোয়ার হোসেন ‘লাদেন, লাদেন’ বলে চিৎকার করতে করতে দা দিয়ে তাঁকে কোপানো শুরু করেন। উপস্থিত লোকজন হান্নানকে বাঁচাতে এলে জাহাঙ্গীর নামের আরেকজনকে কুপিয়ে জখম করেন আনোয়ার। পরে উপস্থিত লোকজন আনোয়ারকে ধরে দাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার পরপর আহত দুজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সঞ্জীব ত্রিপুরা জানান, হান্নানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে আটক আনোয়ার হোসেনকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে জেলা তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটি হত্যা মামলায় আসামি হওয়ায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় বলে ওসি জানিয়েছেন।
একই তথ্য জানিয়ে জেলা তথ্য কর্মকর্তা বিমল চাকমা জানান, হত্যা মামলায় গ্রেপ্তারের পর ছয় মাস সাজা ভোগ করে জামিনে মুক্তি পান আনোয়ার।
খাগড়াছড়ি থানাহাজতে আটক আনোয়ার হোসেন দুজনকে কুপিয়ে জখম করার কথা অস্বীকার করে অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে মামলা থাকার কারণে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।