খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে দুজন নিহত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার তংতুল্লা কার্বারিপাড়ায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত ও আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কাঠ আনার জন্য লক্ষ্মীছড়ি থেকে শুকনাছড়ি যাওয়ার পথে ট্রাক্টরটি উল্টে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
জানা গেছে, ট্রাক্টরটি উল্টে যাওয়ার সময় শ্রমিকরা লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলে তাঁরা ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে মেরাচা মারমা (৩৫) ও প্রভাত চাকমা (৩০) নামের দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ট্রাক্টর চালক কৃঞ্চ চাকমা (৩০) ও শ্রমিক উচাই মারমাকে (৩৬) প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ জানান, লাশ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছেন। কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।