পর্যটকদের উদ্ধারে বিএসএফের সাহায্য চেয়েছে বিজিবি
বান্দরবানের সীমান্তবর্তী রাঙামাটির সিদ্ধুপাড়া থেকে নিখোঁজ পর্যটকদের সন্ধান ১০ দিনেও মেলেনি। তাঁদের উদ্ধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার বিকেলে বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার অলিউর রহমান জানান, নিখোঁজ দুই পর্যটক এবং স্থানীয় গাইডের সন্ধানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যৌথ বাহিনীর সাতটি টহল দল সীমান্তে অভিযান চালাচ্ছে। দুর্গম অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনজনকে উদ্ধারের ব্যাপারে বিএসএফের সঙ্গে কথা হয়েছে, তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে পর্যটকদের খোঁজে ঢাকা থেকে আসা তাঁদের বন্ধু আরাফাত ইসলাম রাসেল বলেন, ‘নিখোঁজ পর্যটক জাকির হোসেন মুন্না ও আব্দুল্লাহ আল জোবায়েরের খোঁজে আমরা এখনো বান্দরবানের রুমায় অবস্থান করছি।’
পর্যটকদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে রাসেল আরো বলেন, ‘১০ দিনেও খোঁজ না পাওয়ায় তাঁদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিভ্রান্তিকর তথ্যে মনের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। যৌথবাহিনী পর্যটকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে আমাদের আশ্বস্ত করেছে।’
এদিকে পর্যটকদের সন্ধানে কার্বারি প্রাচিং ম্রোর নেতৃত্বে সীমান্তাঞ্চলে যাওয়া পাহাড়িরাও অপহৃতদের কোনো খোঁজ না পেয়ে ফিরে এসেছেন।
অপহরণের ঘটনায় আসলে কারা জড়িত এ নিয়ে দেখা দেয়া সংশয় এখনো কাটেনি।
গত ৪ অক্টোবর দুপুরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের সীমান্তবর্তী সিদ্ধুপাড়া থেকে অস্ত্রের মুখে পর্যটক জাকির হোসেন মুন্না (৩০), আব্দুল্লাহ আল জোবায়ের (৩২) ও স্থানীয় গাইড মাংসাই ম্রোকে (২৮) তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।