আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সাভারের আশুলিয়া নন্দন পার্ক এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই পোশাক শ্রমিক। আজ বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া ও নন্দন পার্কসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে আশুলিয়ার বাড়ইপাড়া থেকে নূর গ্রুপের শ্রমিকবাহী একটি বাস নন্দন পার্ক এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অজ্ঞাত এক শ্রমিক। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মাইদুল নামের আরো এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।
এদিকে, প্রায় একই সময়ে নন্দন পার্কসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স ফুট ওয়্যার লিমিটেডের শ্রমিকবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ২০ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।