আইন দিয়েই সন্ত্রাস দমন করা হবে : হানিফ
মানুষ পুড়িয়ে হত্যা করাসহ বিএনপি-জামায়াতের সব সন্ত্রাসী কর্মকাণ্ড আইন দিয়েই দমন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, বর্তমান সরকার সেটাই করেছে। নাশকতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও দাবি করেন হানিফ। আজ বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেছেন, ‘মাহমুদুর রহমান মান্নার মুখোশ উন্মোচিত হয়েছে। নাগরিক ঐক্য বা সুশীলসমাজের নামে ভদ্রতার মুখোশ পরে ভেতরে যে ষড়যন্ত্র করত, মানুষ পুড়িয়ে হত্যার জন্য বিএনপিকে ইন্ধন দিত, সেটা প্রমাণিত হয়েছে। নাগরিক ঐক্যের নামে সংলাপের যে কথা বলত, তা ছিল পেট্রলবোমায় মানুষ হত্যার অপকৌশলকে আড়াল করার চেষ্টা।’
আওয়ামী লীগের নেতা বলেন, ‘বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে মান্নার কথোপকথনের বিষয়টি ফাঁস হওয়ার পর পরিষ্কার হয়ে গেছে যে সারা দেশে নাশকতার পেছনে বিএনপিই জড়িত, এর পেছনে সুশীলসমাজের ইন্ধন রয়েছে।' তিনি বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করা বা অসংবিধানিক পন্থায় রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। এসব তথ্যের ভিত্তিতেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে বলেও জানান তিনি।