মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারে দুজন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে মঙ্গলবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজার জেলা থেকে এই প্রথম মানবতাবিরোধী অপরাধে কেউ গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামের মওলানা ইউনুছ আহমদ ও গয়াসপুর গ্রামের উজের আহমদ চৌধুরী। উজের আহমদ চৌধুরী মৌলভীবাজার সরকারি কলেজে বাসচালক হিসেবে কর্মরত ছিলেন।
রাজনগর থানার পুলিশ জানায়, ১৯৭১ সালে রাজনগর উপজেলার পাঁচগাও, খলাগ্রামসহ বিভিন্ন এলাকায় গণহত্যা সংঘটিত হয়। এই সব হত্যার সঙ্গে এ দুজন সরাসরি সম্পৃক্ত ছিলেন। রাজনগর থানার পুলিশ মঙ্গলবার বিকেলে মওলানা ইউনুছ আহমদকে তাঁর বাড়ি থেকে এবং উজের আহমদ চৌধুরীকে মৌলভীবাজার শহর থেকে গ্রেপ্তার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা এনটিভি অনলাইনকে বলেন, ‘আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দায়ের করা মামলা নম্বর ১৪/২০১৫। গ্রেপ্তারি পরোয়ানা জারির কপি রাজনগর থানায় আসার পর আমরা তাঁদের গ্রেপ্তার করি। তাঁদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।’