কালিয়াকৈরে বাসের ধাক্কায় ৫ লেগুনাযাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বাসের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে উপজেলার ভাওমান টালাবহ এলাকার নূরুল ইসলাম, তাঁর স্ত্রী সুফিয়া বেগম ও পাবনার আলমগীর হোসেনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনটিভি অনলাইনকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় উত্তরবঙ্গগামী দ্রুতগামী যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবোঝাই লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ মারা যান চার যাত্রী।
এ সময় আহত হন সাত যাত্রী। আহতদের কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক যাত্রী মারা যান।