সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আ. লীগের
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতউর রহমান সরকারের ছেলে আশেকুর রহমান সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ২৫ সেপ্টেম্বর বটতলী এলাকায় পৌর ভবনের পাশের একটি বাসার সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় আশেকুর রহমান সাম্যের লাশ উদ্ধার করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু, সাম্যের বাবা গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকার, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল প্রমুখ।