প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন সাজ্জাদুল হাসান
সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সেবাষ্টিন রেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সাজ্জাদুল হাসান (৪৭১৩), বিভাগীয় কমিশনার, সিলেটকে তাঁর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
এতে আরো বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা সাজ্জাদুল হাসানকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।’