খালেদা জিয়া গ্রেপ্তার হলে দেশে আগুন জ্বলবে : স্বেচ্ছাসেবক দল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশে গণতন্ত্র , ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় গড়ে ওঠা তীব্র গণ-আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সরকার চলমান আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে দলীয় বিচারপতি নিয়োগ করে দেশনেত্রীকে গ্রেফতার করে তাদের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই , সরকার একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘কোর্টের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ রায় এ দেশের জনগণ মানে না, মানবে না। যদি খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, তাহলে সারা দেশে যে আগুন জ্বলবে, তাতে পুড়ে এ সরকার ছারখার হয়ে যাবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগসহ সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় ওই বিবৃতিতে।