নাটোরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
নাটোরের সিংড়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে রেজ্জাক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রেজ্জাকের বাড়ি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের কলিগ্রাম এলাকায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কাল রাত ১টার দিকে ১০-১২ জনের ডাকাতদল সিংড়া উপজেলার বনকুড়ি গ্রামের সাহেব আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির এক শিশুকে জিম্মি করে জমি বিক্রির দুই লাখ ৭০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় সাহেব আলী বাধা দিলে তাঁকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের কিছু বাসিন্দা জড়ো হয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় রেজ্জাক পানিতে পড়ে গেলে গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ডাকাতদের হামলায় দুই হাত জখম হয়েছে গৃহকর্তা সাহেব আলীর। তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনশী সাহাব উদ্দিন বলেন, আজ বুধবার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে রেজ্জাকের লাশ উদ্ধার করে। লাশ সিংড়া থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটিকে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।