হবিগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে আতঙ্কিত আ.লীগ প্রার্থী
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্কিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেন মশিউর রহমান।
এবারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দুই প্রার্থী হলেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম ও সদ্যবিদায়ী চেয়ারম্যান নির্দলীয় সৈয়দ আহমুদুল হক।
মোতাচ্ছিরুল ইসলামের প্রতি ইঙ্গিত করে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান শামীম বলেন, ‘একজন বিশেষ প্রার্থী গোষ্ঠী, গ্রাম ও অঞ্চলভিত্তিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে ভোট দেওয়া, ভোট কেন্দ্র দখল ও টেবিল কাস্টিংয়ের পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে গ্রামে গোষ্ঠীগত দাঙ্গা সৃষ্টিরও পরিকল্পনা করছেন তিনি।’ তাঁর নেতা-কর্মীদের হুমকিধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মশিউর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১০ মার্চ জনগণ নৌকায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন মশিউর রহমান।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।