‘উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্নকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো কোনো শক্তি যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে এসে পুলিশ লাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচনের যে প্রস্তুতি সার্বিকভাবে সারা বাংলাদেশে আমরা তা সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা কঠোর ও পেশাগত দায়িত্ব পালন করব।
আইজিপি বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী যথেষ্ট সক্ষম যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করবেন এই ধরনের আশা করি না। আমাদের সেই সক্ষমতা রয়েছে, সেই ধরনের যদি কেউ চিন্তা ভাবনা করে, আমরা মনে করি আমাদের তা রুখে দেওয়ার সক্ষমতা রয়েছে।
‘ময়ূরপঙ্খী’ বিমানের ছিনতাই চেষ্টা সম্পর্কে জাবেদ পাটোয়ারী বলেন, বিমানের ছিনতাই নিয়ে তদন্ত চলছে। চট্টগ্রাম পুলিশের সিটি ইউনিট তা করছে। এ রকম একটি বিষয়ে তদন্ত করতে সময় দিতে হবে। তদন্তে নতুন কোনো কিছু পাওয়া গেলে হয়তো আমরা মনে করছি সিটি ইউনিট থেকে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
পরে আইজিপি চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক ও চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।