দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। আজ বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের গোকুলনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আরো দুজন মারা যান।
এ ছাড়া বেসরকারি আলশেফা জেনারেল হাসপাতালে আরো এক নারী মারা যান। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান ওসি।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উদ্ধারকাজ চালাচ্ছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে গোকুলনগর এলাকায় ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল পরিবহন এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।