কুষ্টিয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৫
কুষ্টিয়ায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের কালিশংকরপুরের আবদুর রশিদ (৩৩), আড়ুয়াপাড়ার আরিফুল ইসলাম (৫২), বারখাদা ত্রিমোহনীর রাশেদুল ইসলাম রাশেদ (৩২), জুগিয়া কদমতলার মাসুম মালিথা (৪৬) ও জুগিয়া স্কুলপাড়ার লোকমান হোসেন (৪৪)।
আজ বুধবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক মেজর মোকাদ্দেস ইবনে মুজিব জানান, দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা আটক আবদুর রশিদ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে বাকি ওই চারজনের সহযোগিতায় বিক্রি করে আসছিলেন। তাঁরা মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন করে বিআরটিএর ভুয়া কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিলেন। মামলা দিয়ে আটক পাঁচজনকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।