কলারোয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী গ্রাম পুলিশ লুৎফর রহমানের পরিত্যক্ত বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার হেলাতলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে গ্রাম পুলিশ লুৎফর রহমানের পরিত্যক্ত বাড়িতে এক যুবকের লাশ দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। পুলিশ ওই লাশ উদ্ধার করে। লাশের পরনে খয়েরি রঙের ফুলপ্যান্ট ও বাদামি রঙের চেকশার্ট ছিল। তার মুখে বমি দেখা যায়। আর লাশের পাশে একটি জুসের বোতল পাওয়া যায়।
এসআই আবদুল কাদের বলেন, দূরবর্তী কোনো স্থান থেকে ধরে এনে জুসের সঙ্গে বিষাক্ত কিছু পান করিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।