বক্তব্য সম্পূর্ণ নয়, বিকৃত হয়েছে : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আদালতে বলেছেন, যে কথাবার্তা প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ নয়। কিছু কথা বাদ এবং কিছু বিকৃত করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে মান্নাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, ‘লাশ পড়বে এমন কথা আমি বলিনি।’
মান্না আদালতে বলেন, ‘কখনো বলিনি যে আমি কোনো ব্যক্তির সাথে কথা বলিনি। আমাকে অজস্র লোকের সঙ্গে কথা বলতে হয়। বিভিন্ন লোক বিভিন্ন সময়ে আমাকে ফোন করে। আমি মনে করি সম্পূর্ণ রেকর্ড উদ্ধার করে আমাদের মাঝে কী কথা হয়েছে তা জানা উচিত।’
সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে মান্না বলেন, ‘উনি (টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি) আমাকে বলেন, আপনি কি সামরিক বাহিনীর কারো সাথে কথা বলবেন? আমি বলেছি, যদি তারা চায়, আমি বলব। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এ কথাবার্তা বুঝবেন কিনা আমি জানি না।’
লাশ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘উনি (টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি) আমাকে বলেন, আন্দোলন কীভাবে হবে। আমাদের অনেকে ক্লান্ত। আমি তাকে বলেছি, যে সহিংসতা হয়েছে এটা নিন্দনীয়, গণতান্ত্রিক নয়।
আন্দোলন গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে আমি আছি। উনি (টেলিফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি) আমাকে বলেন, যদি ক্যাজুয়াল্টি হয় তখন কী হবে। লাশ পড়বে এমন কথা আমি বলিনি। আমি বলেছি যে এটা বিতর্কিত নির্বাচন সারা দুনিয়া জানে।’ এ সময় আদালত কক্ষে হৈ চৈ শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল্লাহ আবু মান্নার এ মন্তব্যের প্রতিবাদ করেন।
মান্না আদালতের কাছ থেকে এক ঘণ্টার সময় চান। যেন তিনি যেকোনো একটি টিভি চ্যানেলে ব্যাপারটি মানুষের কাছে ব্যাখ্যা করতে পারেন। তিনি আরো জানান যে তাঁর বয়স ৬৫ বছর। রিমান্ডে যাওয়ার মতো শারীরিক অবস্থা তাঁর নেই। তবে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইলে করতে পারবে।