কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জেলহাজতে
নাশকতার মামলায় বিএনপি নেতা ও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে নাশকতা মামলায় হাজির হয়ে জামিন আবেদন করেন উপজেলা চেয়ারম্যান। বিচারক শফিউর রহমান তাঁর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর ( পিপি ) অনুপ কুমার নন্দী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া এলাকায় ধান বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ মামলায় উপজেলা চেয়ারম্যানকে আসামি করা হয়।
এ সময় সেখানে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।