বিলুপ্ত ছিটমহলে ভূমি জরিপ শুরু
লালমনিরহাটের তিনটি উপজেলার মধ্যে থাকা ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার বিলুপ্ত ছিটমহল ১২৫ নম্বর উত্তর গোতামারীতে শুরু হয় এ জরিপকাজ। পাশাপাশি সদর ও পাটগ্রাম উপজেলায় এ কাজ শুরু হয়েছে।
এর ফলে দীর্ঘ ৬৮ বছর পর দখল শর্তে নিজ জমির দাগ নম্বরসহ মালিকানার বাংলাদেশি কাগজপত্র পাচ্ছে সদ্য নাগরিকত্ব গ্রহণকারীরা।
দুপুরে উত্তর গোতামারীতে গিয়ে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল জরিপ কার্যক্রম চালাচ্ছে। এ সময় তাঁরা স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের দখলি জমিতে গিয়ে দাগ নির্ধারণসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
জরিপ দলে আরো ছিলেন উপজেলা কানুনগো খাদিমুল ইসলাম, ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, সেটেলমেন্ট সার্ভেয়ার মনিন্দ্র নাথ বর্মণ, উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা সাদেকুল ইসলাম, সহকারী সেটেলমেন্ট তোফাজ্জল হোসেন, গোতামারী ইউনিয়ন তহশীলদার আনোয়ার হোসেন ও হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মকছেদ আলী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এতদিন ভারতে থাকা অনেক জমির নথিপত্র এরই মধ্যে দুই দেশের ডিসি-ডিএম পর্যায়ের বৈঠকে বিনিময় হয়েছে। বিলুপ্ত ছিটমহলের ভূমি জরিপকালে এসব নথিপত্রের সঙ্গে প্রধানত দখলের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। এ সময় কেউ আপত্তি তুললে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে জরিপ পরিচালনা কমিটি তা সমাধানের চেষ্টা করবে।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান বলেন, ‘প্রথম দিনের ভূমি জরিপকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম এক মাস চলবে।’
উত্তর গোতামারী বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৬৮ বছর পর নিজেদের জমিগুলোর প্রয়োজনীয় দাগ নম্বরসহ মালিকানা বুঝে পাওয়ার উদ্যোগে আমরা অনেক খুশি।