চাকা ফুটো হয়ে বাস খাদে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার নূরীতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাকা ফুটো হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
কুমিল্লা থেকে ছেড়ে আসা দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের বাসটি ওই দুর্ঘটনায় পড়ে। আহত বাসযাত্রী ইকবাল জানান, বাসটি চান্দিনার নূরীতলায় পৌঁছালে এর সামনের চাকা ফুটো হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছে বলে তিনি জানান।
চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘বাস দুর্ঘটনায় আমাদের হাসপাতালে পাঁচজন চিকিৎসা নিতে এলে এদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন, কাজী জোরপনি গ্রামের হোসনে আরা (৪০), দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের মো. ইসমাইল (৩২), চান্দিনা উপজেলার নূরপুর গ্রামের সুজন এবং দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি গ্রামের মো. মোশাররফ হোসেন (৫২)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ এনটিভি অনলাইনকে বলেন, 'চাকা ফুটো হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।'