একে ৪৭, পিস্তলসহ তিনজন আটক
বান্দরবান থেকে বেশকিছু অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের মধ্যমপাড়ায় এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে।
চট্টগ্রামের র্যাব ৭-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে বিভিন্ন জঙ্গি সংগঠন এবং স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্র কেনে বলে র্যাবের কাছে তথ্য ছিল। র্যাবের গোয়েন্দারা এই চক্রটি ধরতে দীর্ঘদিন ধরে পাহাড়ের অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ করছিলেন।
এর আগেও পাঁচবার এসব অস্ত্র ব্যবসায়ীকে ধরতে বান্দরবানে অভিযান চালানো হয়েছে। তবে আজ ষষ্ঠবারের অভিযানটি সফল হয়। এর মাধ্যমে অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক হওয়া অস্ত্র ব্যবসায়ীরা হলেন, রুমা উপজেলার বাসিন্দা লাল পিয়াল থা বম (৪৮), বাসু বম (৪৫) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা সিনথই চাকমা (৪৪)। এ সময় এদের কাছ থেকে তিনটি একে ৪৭ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি গুলতি ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় র্যাব। তবে এদের জিজ্ঞাসাবাদ শেষে এসব অন্ত্র কোন দেশ থেকে, কাদের কাছ থেকে আনা হয়েছে বা কাদের কাছে বিক্রির জন্য আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।