ঢাকা দক্ষিণের যুবদল সহসভাপতি শরীফ গ্রেপ্তার
ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সহসভাপতি শরীফ হোসেনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ। অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওয়ারী থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা এনটিভি অনলাইনকে বলেন, বিকেল সাড়ে ৫টায় শরীফকে ওয়ারী বনগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।