নাশকতাকে কেউ কেউ রাজনীতি বলতে চায় : প্রধানমন্ত্রী
চলমান অবরোধ-হরতালে সহিংসতায় ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও অন্যান্যভাবে এক লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত জোটের এই নাশকতাকেও কেউ কেউ এই কার্যক্রমকে রাজনৈতিক কার্যক্রম বলতে চায়।
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, পৃথিবীর নিষ্ঠুরতম হত্যা প্রক্রিয়া হলো আগুনে পুড়িয়ে মানুষ মারা। আর সেই প্রক্রিয়ায় ক্ষমতা আরোহণের চেষ্টা কোনো রাজনৈতিক দলের মতাদর্শ হতে পারে না। পেটের তাগিদে কাজ করতে বেরিয়ে গত ৫২ দিনে ১০১ জন নিরীহ মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছে, যাদের অধিকাংশ আগুনে পুড়ে মারা গেছে। পেট্রলবোমাসহ নানা ধরনের নাশকতায় সহস্রাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। এক হাজার ১৭৩টি যানবাহন আগুনে পুড়ে গেছে ও ভাঙচুর করা হয়েছে। ছয়টি লঞ্চে অগ্নিসংযোগ করা হয়েছে, ২৫ দফায় ট্রেনে নাশকতা হয়েছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত পরস্পরের দোসর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুদণ্ড, দুজনকে আমৃত্যু কারাবাস, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি সম্পূর্ণ অনুসরণ করে এই বিচার সম্পন্ন হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাত্র একজনের রায় কার্যকর করা হয়েছে। বাদবাকিদের রায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে কার্যকর করা হবে। এই রায়গুলো বাস্তবায়ন বন্ধ করা তাদের অন্যতম উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বন্ধের আহ্বান জানিয়ে বলেন, নাশকতা ও হত্যা বন্ধ না হলে সরকার সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে বিধি মোতাবেক পদক্ষেপ নেবে।