রাজবাড়ির দুই উপজেলায় জিতলেন স্বতন্ত্ররা
রাজবাড়ীর চারটি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ আর বাকি দুটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
গতকাল রোববার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
বেসরকারি ফলাফল অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস আর পাংশা উপজেলায় ফরিদ হাসান ওদুদ।
অপরদিকে বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে জিতেছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। গোয়ালন্দ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম।