সামাজিক ব্যবসা তুলে ধরতে ইরানে ইউনূসকে আমন্ত্রণ
সামাজিক ব্যবসাকে ইরানিদের কাছে পরিচিত করিয়ে দেওয়ার জন্য শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি আজ বুধবার রাজধানীর ইউনূস সেন্টারে দেখা করে অধ্যাপক ইউনূসকে এ আমন্ত্রণ জানান।
ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার বিষয়টি দিনে দিনে বেশ গুরুত্ব পাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়টির প্রবক্তা।
এরই মধ্যে নেপাল, ভিয়েতনাম, চীন, জার্মানি, জাপান, স্পেন, হাইতি, যুক্তরাষ্ট্র, আফ্রিকার দেশ উগান্ডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার প্রসার ঘটছে।
ইউনূস সেন্টার প্রতিবছর ২৮ জুন ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে পালন করে আসছে। শান্তিতে অবদান রাখার জন্য ২০০৬ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন ড. মুহাম্মদ ইউনূস।