পাহাড়ি পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি পাখি বিষয়ে দুই দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জিরোমাইল এলাকার হর্টিকালচার পার্কে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শিরোনামে ওই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
পাহাড়ের দুই তরুণ আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমীর মল্লিকের তোলা ৪২টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতিসহ পাহাড়ের বিভিন্ন পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি আজ শনিবার সন্ধ্যায় শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পুলিশ সুপার মোহাং আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. চাহেল তস্তরী, জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন হারিয়ে যাওয়ার কারণে পাখির আবাসস্থল ও খাবারের উৎস হ্রাস পাচ্ছে। এতে করে দিন দিন অনেক প্রজাতির পাহাড়ি পাখি হারিয়ে যাচ্ছে। নিজেরা পাখি শিকার করা ও খাওয়া থেকে বিরত থেকে অন্যদেরও এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। পাহাড়ের প্রাণীবৈচিত্র্য ও অভয়ারণ্য রক্ষায় সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।
উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীস্থল ঘুরে ঘুরে আলোকচিত্রগুলো দেখেন। খাগড়াছড়িতে বেড়াতে যাওয়া পর্যটকসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ শিশুরা দর্শণার্থী হিসেবে এতে অংশগ্রহণ করেন।