ইটভাটা থেকে নিখোঁজ ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পাঞ্জাব হোসেন (৪০) নামে নিখোঁজ এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মহাজনপুর গ্রামে একটি ইটভাটা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পাঞ্জাব হোসেনের বাড়ি গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। পুলিশের দাবি, তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাজনপুর গ্রামের মাঠে মশিউর রহমানের পরিত্যক্ত ইটভাটায় ভোরে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় তাঁরা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পাঞ্জাবের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক জানান, নিহতের হাত-পা ও মুখ তিনটি গামছা দিয়ে বাঁধা ছিল। তাঁর মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে দীর্ঘদিন এলাকায় পাঞ্জাব হোসেনের আধিপত্য ছিল। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে শ্বাসরোধে ও আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পাঞ্জাবের নামে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি, বোমা বিস্ফোরণ ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর থানায়ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
নিহতের স্ত্রী আহারন নেছা জানান, গত ৫ অক্টোবর রাতে ঢাকার নবীনগরের ভাড়া বাসা থেকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি পাঞ্জাব হোসেনকে আটক করে নিয়ে যায়। এরপর ঢাকা ও মেহেরপুরের বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।