কুষ্টিয়ায় মধুমতি রেলের ইঞ্জিন লাইনচ্যুত
কুষ্টিয়ার পোড়াদহের রেলেক্রসিংয়ে লাইন বদলের সময় রাজশাহী থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী আন্তনগর মধুমতির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ওই দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে ডাউন লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
কুষ্টিয়া পোড়াদহ জিআরপি থানার পরিদর্শক মো. এনামুল হক জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটের সময় আন্তনগর ডাউন মধুমতি ট্রেনটি লাইন ক্রস করে রাজবাড়ী পথে যাওয়ার আগেই পশ্চিম পাশের ক্রসিং লাইনে ওই ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এনামুল হক আরো জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনের চাকা ওঠানোর পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে এ লাইনচ্যুতির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে ডাউন লাইনে খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকায় ওই পথের ট্রেনযাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।