শিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌ চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওরাকান্দি রুটের সব ধরনের নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নৌ চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ফেরিঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে দুই শতাধিক যানবাহন। ফেরি চলাচল স্বাভাবিক হলে ফের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া শুরু করে আটকে পড়া যানবাহনগুলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার (বাণিজ্য) সিফাত আহমেদ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে নৌরুট। কুয়াশার কারণে দিকনির্দেশক মার্কিং-বয়া বাতি না দেখা যাওয়ায় ফেরি বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাট থেকে ছেড়ে যাওয়া সাতটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। সাতটি ফেরিতে প্রায় দেড়শ গাড়ি ও পাঁচ শতাধিক যাত্রী ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়।