নান্দাইলে জমি নিয়ে বিরোধে বিএনপিকর্মী খুন
ময়মনসিংহের নান্দাইলে চর ভেলামারিতে বিএনপিকর্মী শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বেতাগৈর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন সরকার জানান, ভেলামারির চর সর্দারবাড়ি ও মোইশাল বাড়ির মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এদিকে, নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, ভেলামারির চর গোদারাঘাট বাজারে একটি কাপড়ের দোকানে বসেছিলেন শফিকুল ও রফিকুল ইসলাম। এ সময় মোইশাল বাড়ির জীবন, স্বপন, আপন, রুবেলসহ ছয়-সাতজনকে সঙ্গে নিয়ে ওই দুজনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে শফিকুলকে এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যাপারে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, ‘ঘটনা শুনেছি, মামলা না হওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।’