চূড়ান্ত ভারতযাত্রা নিয়ে বুড়িমারীতে ডিসি-ডিএম যৌথ বৈঠক
সদ্য বিলুপ্ত ভারতীয় ছিটমহলগুলো থেকে যাঁরা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে সে দেশে ফিরে যেতে জরিপে নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের চূড়ান্ত ভারতযাত্রা নিয়ে সভা হয়েছে। আজ শনিবার লালমনিরহাটের বুড়িমারীতে জেলা প্রশাসক (ডিসি) ও জেলাশাসক (ডিএম) পর্যায়ে যৌথ বৈঠক হয়।
বৈঠকে নিজ দেশে ফিরে যাওয়ার সময় ওই সব ভারতীয়কে স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তাঁদের গমনাগমনের করিডর, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বুড়িমারী স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের সম্মেলন কক্ষে চার ঘণ্টাব্যাপী বৈঠকে লালমনিরহাটের জেলা প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশের ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান। অপরদিকে ভারতীয় ১৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলে আরো ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, নীলফামারীর জেলা প্রশাসক জাকির হোসেন, কুড়িগ্রামের এডিএম আক্তার হোসেন আজাদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রংপুরের যুগ্ম পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী, বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হরিষ চন্দ্র রায়সহ ছিটমহল সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তারা।
অপরদিকে ভারতীয় দলে ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা রানী, পুলিশ সুপার রাজেশ কুমার যাদব, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শংকর নারায়ণ নাথ, বিএসএফের জলপাইগুড়ির ডিআইজি বিএস পাতিল এবং চ্যাংড়াবান্ধা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা অসীম সরকারসহ অন্যরা।
বৈঠকে উপস্থিত সূত্র জানায়, সদ্য বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন বিষয়, ভারতীয় নাগরিকত্ব গ্রহণে ইচ্ছুক ট্র্যাভেল পাসধারীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়, ট্র্যাভেল পাসধারীদের যাতায়াতের বিষয় ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। ভারতীয় নাগরিকত্ব গ্রহণ ট্র্যাভেল পাসধারীরা আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যেতে পারবেন।
সন্ধ্যায় বৈঠক শেষে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান ও কোচবিহারের জেলা শাসক পি উল্গানাথন সাংবাদিকদের বলেন, ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৭৯ জন মানুষ ট্র্যাভেল পাস নিয়ে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যাবেন। ফলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে যাওয়া, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাঁরা একটি গাইডলাইন প্রস্তুত করতে একমত হয়েছেন। বিষয়গুলো নিয়ে আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর আবারও ডিসি-ডিএম বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তাঁরা।