খাগড়াছড়িতে তিন যানবাহনের সংঘর্ষ, পথচারী নিহত
খাগড়াছড়ি সদর উপজেলায় বাস, পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মাহমুদুল হক (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন ব্যক্তি।
আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার জিরো মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, আজ সকালে জিরো মাইল এলাকায় খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষ ঘটে। বাসটি রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা খায়। সে সময় পথচারী মাহমুদুল হক ও কাভার্ডভ্যানের চালকসহ চার ব্যক্তি আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যানের চালক সফিকুল ইসলামকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ।