সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
সুন্দরবনের গহিন অরণ্যে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। নিহতরা বনদস্যু সাগর-সৈকত বাহিনীর সদস্য বলে দাবি করেছেন র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির। তাঁদের মধ্যে দুজন সাদ্দাম (৩০) ও সোহেল (২৫); আরেকজনের পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়।
স্থানীয় জেলেরা নিহত দুজনের নাম শনাক্ত করেছেন। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, চাঁদা আদায়ের রসিদ ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক জানান, সুন্দরবনের পাথরঘাটা-শরণখোলা এলাকায় সাগর ও সৈকত বাহিনী নামের একটি বনদস্যু গ্রুপ দীর্ঘদিন ধরে জেলেদের অপহরণ, মাছ লুট, চাঁদা আদায় ও মুক্তিপণ আদায় করত। এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৮-এর গোয়েন্দা দল ওই এলাকায় গোপনে গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তার করে। বুধবার রাতে গোয়েন্দা দলের মারফত র্যাব জানতে পারে, বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকায় সাগর-সৈকত বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণের প্রস্তুতি নিচ্ছে। এর পর বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় র্যাব তৎপরতা বাড়ায়। একপর্যায়ে কাতলার খাল এলাকা থেকে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা পরপর দুটি গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর বনের ভেতর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে র্যাব।
তিনটি লাশ ও আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেজর আদনান কবির।