ধর্ষণের পর কাউকে দেখলেই ভয়ে কাঁপত চার বছরের শিশুটি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মো. খুরশীদ আলম (২৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা বাদী হয়ে বুধবার খুরশীদ আলমের বিরুদ্ধে মামলা করেছেন।
খুরশীদ মহালছড়ি সদরের নতুনপাড়া এলাকার বাসিন্দা ও এক সন্তানের বাবা।
শিশুটির মা জানান, গত ২৩ মার্চ বিকেলে খুরশীদ আলম একটি কেক কিনে দিয়ে মহালছড়ি হাসপাতালের পেছনের জঙ্গলে তাঁর মেয়েকে নিয়ে যায়। এরপর ধর্ষণ করে শিশুটিকে নানাভাবে ভয়ভীতি দেখায়, যাতে ঘটনাটি কাউকে না বলে। ওই দিন থেকে শিশুটির শরীরে জ্বর আসে এবং কাউকে দেখলে ভয় পেতে থাকে। ঘটনার তিনদিন পর খুরশীদ এলাকা ছেড়ে উধাও হয়ে যাওয়ার পর শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। এরপর তিনি এলাকার ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বিষয়টি জানান। পরে মেয়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকায় রোববার খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন।
মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, ঘটনা শুনার পর তিনি শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির বলেন, অভিযুক্ত খুরশীদ আলম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের গাইনি চিকিৎসক জয়া চাকমা বলেন, শিশুটি শরীরে জ্বর ও পেটে ব্যথা রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। মেডিকেল রিপোর্ট হাতে এলে ধর্ষণের বিষয়ে বলা যাবে।