ছাগলনাইয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ভূমি অফিস
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হককে আটক করেছে পুলিশ।
ভূমি অফিসটিতে ছাগলনাইয়া পৌরসভা এলাকার আটটি মৌজা ও রাধানগর ইউনিয়নের ১০টি মৌজার ভূমি উন্নয়ন কর আদায় করা হতো। এ ছাড়া বছরে প্রায় ৪০ লাখ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করা হতো সেখান থেকে।
পুলিশ ও ভূমি অফিস সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল ফাটিয়ে ভূমি অফিসের চারপাশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো অফিসে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা জ্বলতে থাকা আগুনে পুরো অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিধ্ধার বাজার এলাকায় আগুন নেভাচ্ছিল। তাই আগুন নেভাতে রাধানগর ভূমি অফিসে সময়মতো পৌঁছাতে পারেনি।
ভূমি অফিসের সহকারী শফিকুল ইসলাম জানান, অফিসে নৈশপ্রহরীর কোনো পদ নেই। একজন এমএলএসএস (পিয়ন) নিয়মিত কাজের অংশ হিসেবে রাতে অফিসে থাকেন। তিনি বলেন, রাতে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বের হন এমএলএসএস আবুল কাশেম। এ সময় তিনি অফিসের চারপাশে আগুন দেখতে পান। পরে বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে মোবাইলে জানান।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই টিনশেড অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।