পেট্রলবোমাসহ গ্রেপ্তার ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মামলা
রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ২০টি পেট্রলবোমাসহ গ্রেপ্তার ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে তাঁদের হাজির করা হয়। গ্রেপ্তার দুজন হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহকারী সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত ৮টায় দারুসসালাম থানা এলাকার গাবতলীর বসুপাড়ায় একটি বাস কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবির সদস্যরা।
মনিরুল ইসলাম বলেন, দুজনের কাছ থেকে ২০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। তাঁরা বিএনপি নেতাদের নির্দেশে গণপরিবহনে পেট্রলবোমা হামলার লক্ষ্যে সেখানে অবস্থান করছিলেন। দুজনকে গ্রেপ্তার করতে পারলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীবসহ আরো ১০-১২ নেতাকর্মী পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘটিত বেশির ভাগ সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এই পেট্রলবোমাগুলো সরবরাহ করে বিভিন্নজনকে নিক্ষেপের দায়িত্ব দেওয়ার কথা ছিল।