ইলা মিত্রের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন
নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী কমরেড ইলা মিত্র-এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বিকেলে প্রগতিশীল নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখার উদ্যোগে টাউন ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। আদিবাসীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনারায় টাউন ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান আকন্দ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি করেছে অধ্যক্ষ সুলতানা রাজিয়া, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়ার, নীলমনি কিসকু, রজনী মুরমু।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে আদিবাসীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।