পয়লা বৈশাখে ঘুরতে বের হয়ে প্রাণ গেল দুই বন্ধুর
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার আদাবাড়ী মোড়ে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত দুই বন্ধু হলো উপজেলার আনালিয়াবাড়ী গ্রামের দুলাল মিয়ার ছেলে সেলিম (১৭) ও মোকছেদের ছেলে সাত্তার (১৭)। নিহত দুজনেই এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে ওই দুই বন্ধু এলেঙ্গা থেকে মোটরসাইকেলে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। তারা আদাবাড়ী মোড়ে পৌঁছালে অন্যদিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধু নিহত হয়। দুর্ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে।