সোনাগাজীতে গৃহবধূকে গণধর্ষণ, যুবলীগ কর্মী গ্রেপ্তার
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে দুই সন্তানের জননীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রামের নূর আলম (৩০),মোশারফ হোসেন ও আপেল। এর মধ্যে নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, নূর আলম স্থানীয় যুবলীগের কর্মী।
নির্যাতিতা ওই নারীর অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা ওই তিনজন তার মুখ চেপে ধরে পাশের পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে নূর আলম পা দিয়ে তাঁর বুকের ওপর আঘাত করে ও মোশারফ হোসেন কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে যায়। বুধবার সকালে তাঁর জ্ঞান ফেরে।
আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শ্যামল দাস বলেন, ‘ওই গৃহবধূর লিখিত অভিযোগ পেয়েছি। শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে বৃহস্পতিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হবে।’
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এ বিষয়ে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে।