রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত ২
রাজবাড়ীর বসন্তপুরের মজলিশপুর এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সাগর (৩২)। তিনি মাহিন্দ্রার চালক। তিনি গোয়ালন্দের বাসিন্দা। অপর নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
আলাহদিপুর হাইওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান জানিয়েছেন, নিহতদের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই মিজান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুহুল আমীন (২২), বৃষ্টি (২৪) বিজয় (২৮) ও রবিউল ইসলামের (৩৫) নাম জানা গেছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।