বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮ জনের স্মরণে মানববন্ধন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার দোয়া মাহফিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাস্থল উপজেলার রেজুর মোড়ে প্রথমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটিকে চার লেনে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম, বড়াইগ্রাম পৌরসভার মেয়র ইসাহাক আলী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও নিহদের পরিবারের স্বজন ও এলাকাবাসী।
গত বছরের ২০ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে দুই বাসের মুখোমুখি সংর্ঘে ঘটনাস্থলেই ৩৬ জনসহ মোট ৩৮ জনের মৃত্যু হয়।